যখন আমি থাকবো না, ধুলা হবে আমার কবিতা!
আমার হাজার স্মৃতি মুছে যাবে সবি’তা।


আমায় ভেবে কারো চোখে জমবে না অশ্রুফোঁটা,
আমায় মনে করবেনা কেউ দেখে সোনালী রৌদ্রটা।


তখনও থাকবে জ্যোৎস্না, চাঁদ আর জোনাকী,
বাতাশে বজ্রগতি, বৃষ্টি হবে, বয়ে যাবে কাল বৈশাখী।  


পাখি উড়বে, মাছরাঙ্গা ধরবে মাছ,
আমার স্মৃতি হবে কৃষ্ণচুড়ার গাছ ।


কেউ আমার নাম ধরে ডাকবেনা ভালোবেসে,  
যখন আমি থাকবো সু-দূর পরবাসে।  


তোমাদের বলবোনা মনে রেখো আমায়।
শুধু ভুল বুঝনা, এটুকু অনুরোধ তোমায়।