দূর্বার তৃষ্ণা আমার হৃদয়ে,
উজ্জল চোখ খুজে ফেরে,
ডাকিনীর এলো চুল।


তেজহীন সূর্য্য আভায়, ক্লান্ত বিকেলে,
অস্পষ্ট পথে চেয়ে থাকি,
সে আবার করে যদি ভুল।


অপেক্ষার প্রতিটি শুক্রবার
দূর-দর্শনের দুর্বার টানে,
স্বক্ষাৎ মিলে তার।


একটি চেয়ার রূদ্ধ করি,
অপেক্ষায় বসে থাকি
যদি আসে ডাকিনীআমার।