দুঃখ ভে‌দিয়া সুখ আ‌নিলাম আকাশ ভে‌দিয়া তারা,
সুখ দিলনা শা‌ন্তি দিলনা অশু‌ভের দল যারা।


রাত ভর খোলা আকা‌শের নি‌চে কুয়াশায় ভিজে গা,
ক্ষুধায় পু‌ড়ি‌ছে ন‌াড়ীভু‌রি মোর, হি‌মে কা‌পি‌ছে পা,
‌ভোর হয়, পা‌খি ডা‌কে মধুময় নানা সু‌রে,
বহুদূর যে‌তে হ‌বে নানা পথ ঘু‌রে।


বুলেটের শব্দ পা‌শেই, লুকাই ঝো‌পের প‌রে,
ঘাত‌কের বেনট আঘাত ক‌রিল হঠাৎই আমার ঘা‌রে,
দুই হা‌ত বা‌ধিল দড়ি , বা‌ধিল দুই চোখ,
ভু‌লি নাই সে দিন আর ঘাত‌কের মুখ


হায়নার ক্যাম্প ভ‌ড়ে গে‌ছে ল‌াশে,
বু‌ঝিলাম বা‌সি রক্তের বা‌সে,
হায়নারা হা‌সিয়া উ‌ঠিল  মহা উল্লা‌সে
হঠাৎই গু‌লির শব্দ! বক্ষ ভা‌িংঙ্গিয়া প‌রে,
দে‌খি নাই লাল না সবুজ রক্ত ঝ‌রে,


আ‌মি মৃত নই আ‌মি আমরন,
আ‌মি তোমার হৃদ‌য়ে জাগরন,
আ‌মি তোমার স্বাধীনতার স্বাক্ষী হলাম,
আ‌মি তোমায় অমূল্য স্বাধীনতা দিলাম।