দীঘল রাতে নদীর পাশে
      বসে গুনছি ঢেউ,
দুঃখ গুলো গুমরে কাঁদে
          শোনার নেইতো কেউ।
আকাশটাতে চাঁদটা যেমন
         থাকে ভীষণ একাকী,
আমিও তেমন একাকীত্বে
     নীরব মনে বসে থাকি।


নীড় হীন পাখির মত
      মনটা ভীষণ উদাসী,
নীড়ে টানার স্বপ্ন নিয়ে
          কেউতো বলেনা ভালোবাসী।
অবহেলা আর অযত্নে  
          কেটে যায় সারাবেলা,
এভাবেই চলছে জীবন তরী
    তীর হীন ছুটে চলা।


জগৎটা বড় স্বার্থ বিলাসী
       প্রয়োজন ফুরোলে ছুঁড়ে ফেলে,
আপন যাকে ভাবছি সেও
            স্বার্থ ফুরোলে যায় চলে।
প্রাণহীন আর রঙহীন যেন
           জীবন পটের ছবিগুলো,
স্বপ্নগুলো দুঃস্বপ্নের ভিড়ে
     বিলীন হওয়া এক মুঠো ধুলো।


(রচনাকালঃ-১৭/০৩/২০১৯ ইং)