শিশুদের একটি চাওয়া    
    সবার আদর পাওয়া    
ওদের কোলে নিলে  
    দুঃখ যায় ওরা ভূলে ।


যারা করেনা আদর    
     শিশুদের বলে বাঁদর,  
নেয়না কোলে তুলে    
     তাকায় পাষাণ দিলে ।  


শিশুরা বুঝতে পারেনা    
    কেন ওরা আদর করেনা,  
তাদের কিবা দোষ    
     করে তারা আফসোস ।  


কেঁদে কেঁদে বলে তারা    
    মানুষরা সব দিশেহারা,  
সবাই নিজের স্বার্থ বুঝে  
    বাঁচতে চায় শুধু নিজে ।  
আমরা শিশু আমরা নিষ্পাপ  
    চাই সব কাজে ইনসাফ,  
চাইনা হানাহানি আর রাহাজানি  
     চাই একটি সুন্দর পৃথিবীর রূপখনি ।