বিপদে পড়লে যে জন
                   হারিয়ে ফেলে হিম্মত,
বিপদ আরো ঘিরে ধরে তাকে
                   করে ফেলে কুপোকাত।
বিপদে পড়লে যে জন
                   হারায় না তার ধৈর্য,
বিপদ থেকে মুক্তি পায় সে,
                   বাড়ে তার ঐশ্বর্য।
বিপদে ভীরুতা দেখায় যে,
                   সেতো আসলেই কাপুরুষ,
বিপদকে ধৈর্য সহকারে
                   মোকাবেলা কারীই সুপুরুষ।
জীবনে চলার পথে
                   বিপদ-আপদতো আসবেই!
তাই বলে ভয় পেয়ে
                 ধৈর্যহীনতার কোন মানে নেই।
মহান আল্লাহ বিপদ দিয়ে
                    করেন মোদের পরীক্ষা,
দেখতে চান কারা তার
                    সাহায্যের করে প্রতিক্ষা।
যে জন ধৈর্যসহকারে
                  বিপদাপদে করেন সবর,
মহান প্রভূ রহম করে
                  সুখময় করেন জীবন তার।
দুঃখের পরে সুখ আসে
                  পাক কুরআনের বানী,
সকল দুঃখেই স্বরি তাঁরে,
                  ঘোঁচান যিনি সকল গ্লানী।
বিপদে-মসিবতে সহায়তা করেন
                   মহান আল্লাহ তায়ালা,
সকল বিপদে সাহায্য চাও তাঁর
                   তাঁর দয়ায় ভূবণ উজালা।