শীত কাটিয়ে এল বসন্ত  
এল কোমল দখিনা হাওয়া,  
      প্রকৃতির কি অপরুপ খেলা  
      আনন্দের এক নীড় খুঁজে পাওয়া ।


শীত এসে ঝরায় পাতা  
গাছগুলো হয়ে যায় ফাঁকা,    
     বসন্তের আগমনে গাছে গাছে
     সবুজের চাদরে পড়ে ঢাকা ।


গাছে গাছে ফোটে অজস্র রঙের
হাজারো বাহারি ফুল,  
     গোলাপ জবা শিউলি বকুল  
     নেই তার কোন তুল ।  


কোকিল ডাকে কুহু কুহু  
ভরে যায় মন প্রাণ,  
     দোয়েল কোয়েল ময়না শ্যামা  
     গায় সুমধুর গান ।  


ষড়ঋতুর এই বাংলাদশে  
বসন্তের নেই তুল,  
     গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত  
     শীত বসন্তের রুপ অতুল ।