ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের ভেতর আমি,
এমন একটা বই পড়ছি, বইটা অনেক দামি।
"আরজ আলি সমীপে" সেই বইটির নাম,
'আরিফ আজাদ' ভায়ের লেখা, বইটির খুব সুনাম।
আরজ আলির যুক্তিগুলোর দিলেন সঠিক জবাব,
প্রমান করলেন নাস্তিকদের সঠিক জ্ঞানের অভাব।
কুরআন এবং সুন্নাহ দিয়ে খন্ডালেন তাদের যুক্তি,
প্রমান করলেন ইসলাম ধর্মই শুধু; দিতে পারে মুক্তি।
তোমরা যারা নাস্তিকতায় আরজ আলিকে গুরু মান!
সে যে একটা কুশিক্ষিত ভন্ড, তা কী তোমরা জান?
খোঁড়া কিছু যুক্তি দেখিয়ে; নাস্তিক হচ্ছে যারা,
বইটি পড়লে বুঝতে পারবে, ভুল করছে তারা।
ধর্ম ছাড়া দর্শন আর বিজ্ঞানের নেই কোন মূল্য,
ধর্মহীন জীবন সেতো;আত্মাহীন শরীর সমতুল্য।
সময় থাকতে ফিরে এসো নাস্তিকতা ছেড়ে,
জীবনটাকে সাজিয়ে নাও আস্তিকতার নিড়ে।


(বিখ্যাত ইসলামিক লেখক 'আরিফ আজাদ' ভায়ের লেখা বই "আরজ আলি সমীপে" সম্পর্কে লেখা কবিতা)