স্বাধীনতা তুমি অশ্রুসিক্ত মায়ের নাড়ী ছেঁড়া নন্দন,
স্বাধীনতা তুমি মুক্তিকামী বাঙালির সুখের ক্রন্দন।


স্বাধীনতা তুমি আমার বোনের সম্ভ্রমের নিশ্চয়তা,
স্বাধীনতা তুমি স্লোগানে স্লোগানে ভেঙ্গে দেয়া নিরবতা।


স্বাধীনতা তুমি বাবার কোলে সন্তানের প্রশান্তির ঘুম,
স্বাধীনতা তুমি দুঃখ ভুলিয়ে দেয়া মায়ের অজস্র চুম।


স্বাধীনতা তুমি ভায়ের সাথে ভ্রাতৃত্বের অটুট বন্ধন,
স্বাধীনতা তুমি বোনের হর্ষ মাখা ভালোবাসার স্পন্দন।


স্বাধীনতা তুমি লাল সবুজের বুকে উঁকি দেয়া স্বাপ্নিক,
স্বাধীনতা তুমি প্রকৃতির প্রেমে মাতোয়ারা কাব্যিক।


স্বাধীনতা তুমি বটবৃক্ষের ছায়ায় ক্লান্ত ঘুমন্ত পথিক,
স্বাধীনতা তুমি বিশ্ব মানচিত্রে সার্বভৌমত্বের প্রতীক।


স্বাধীনতা তুমি বকুল ফুলে শুরোভিত স্নিগ্ধ সকাল,
স্বাধীনতা তুমি রক্তিম আভায় আলোকিত বিকেল।


স্বাধীনতা তুমি সূর্যের আলোয় রাঙ্গা উত্তপ্ত দুপুর,
স্বাধীনতা তুমি রাত্রি আঁধারে বেজে ওঠা ছান্দ নুপুর।


স্বাধীনতা তুমি পুষ্প কাননের যুবতী লাল গোলাপ,
স্বাধীনতা তুমি ক্লান্ত দুপুরে পাখপাখালির  প্রেমালাপ।


স্বাধীনতা তুমি রক্ত কবরী-হাস্নাহেনার মনমাতানো ঘ্রাণ,
স্বাধীনতা তুমি আঠার কোটি বাঙালীর অস্তিত্ব আর সম্মান।


(রচনাকাল-২৬/০৩/২০১৯ ইং)