চাকুরী ক্ষেত্রে এ কোন ব্যাধী?
নাম তার কোটা,
বৈষম্যের এক হাতিয়ার এটা
সমতার পথে কাঁটা।


যোগ্যতাহীন হয়েও যারা
কোটা দিয়ে পায় চাকুরি ,
দুর্নীতি আর ঘুস বানিজ্য করে
দেশকে করবে ওরা বিক্রি।


মেধাবীদের না কর যদি
মেধার সঠিক মূল্যায়ন,
দেশটাতে ভাই থেমে যাবে
সত্যিকারের উন্নয়ন।


সময় এসেছে রুখতে এই
কোটা নামক বৈষম্য,
কোটা প্রথার সংস্কার করে
সমাজে আন সাম্য।


বেকারত্বের অভিশাপ থেকে
মুক্তি যদি পেতে চাও,
কোটার বিরুদ্ধে রাজপথে নেমে
অধিকার ছিনিয়ে নাও।