সময় বয়ে চলেছে অবিরাম
                       থেমে নেই নদীর স্রোত,
ঘড়ির কাঁটাটা টিকটিক করে
                      চলছে অবিরাম দিনরাত।
জীবন কেটে যাচ্ছে ধীরে ধীরে
                       ঘনিয়ে আসছে হায়াত,
হঠাৎ একদিন এসে যাবে
                      চিরসত্য সেই মউত।
শৈশব গেল,কৈশর গেল
                      আসল সুখের যৌবন,
যৌবন যাবে বার্ধক্য আসবে
                      ছাড়তে হবে এ ভূবণ।
অবহেলা আর অবজ্ঞায় যদি
                      কাটিয়ে দিই সময়,
বিচার দিবসে কী হবে আমার
                      হে খোদা দয়াময়।
ওগো প্রভূ তাওফিক দাও মোরে;
                      দাও মনে অসীম হিম্মত,
সময়ের সঠিক মূল্য দিয়ে যেন
                     লাভ করতে পারি জান্নাত।‎