সোনার মানুষের তালিকায় প্রথম কাতারে যারা,
সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক ছিলেন তাঁরা।
আল্লাহর এই যমীনে শুধু আল্লাহরই আইন চলবে,
মানবসৃষ্ট সব আইন-কানুনকে বাতিল সকলে বলবে।
সারা জীবন এই সংগ্রামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন,
অসহায় আর মজলুমদের পক্ষে সর্বদা গান গেয়েছেন।


দেশ-জাতি আর মানুষের অধিকার আদায় করতে,
লড়েছেন যারা সারাটি জীবন সোনার দেশ গড়তে।
শাহাদাতের অমিয় পেয়ালা তাঁরা করেছেন পান,
বাতিলের কাছে হার না মেনে হাসিমুখে সঁপেছেন প্রাণ।
জাতীর সূর্যসন্তান ছিলেন তাঁরা,ছিলেন অসীম সাহসী,
দেশের আপামর জনতা তাইতো মোরা তাঁদের ভালোবাসি।

তাঁরা সত্যের সংগ্রামের অগ্রনায়ক বীর মুজাহিদ,
বুকের তাজা খুন ঢেলে দিয়ে হয়েছেন অমর শহীদ।
নিজামী,মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা,
মীর কাসেম আলীরা গড়েছেন আন্দোলনের কেল্লা।
সেই কেল্লার উত্তরসূরী আমরা; গড়তে হবে সমাজ,
যে সমাজে কায়েম হবে শুধু এক আল্লাহর রাজ।


এসো তবে শপথ করি সকলে গড়বো আল্লার রাজ।
সোনার পাখিদের স্বপ্নগুলো বাস্তবায়নে করে যাব কাজ।