আবার হাতে তুলে নিয়েছি তলোয়ার ওহে পরয়ারদেগার,
সৎ শক্তি দাও এ বুকে তোমার দ্বীন বিজয় করবার।
কেটে যাক শত অমানিশার ঘোর অন্ধকার,
হেরার তোরণ বিশ্ব রাঙাক আবার।
আবার আসুক বিজয় মুসলিম রণতরীতে,
ভেঙ্গে যাক শত ষড়যন্ত্রের জাল,
ডুবে যাক সব মিথ্যার নিশান অথৈ সমূদ্রে।
শত আগ্রাসনেও না কাঁপুক মোদের ঈমানের ভীত,
আবার গেয়ে উঠুক নজরুলেরা রণসংগীত।
ফররুখদের রেঁনেসা পাক পূর্ন দ্যুতি,
নবজাগরনে হোক মুসলিম শিবিরে উন্নতি।
সকল ঝড়-ঝন্জার বাঁধা ডিঙ্গিয়ে এগিয়ে যাক মুসলিম সেনাদল,
কোন মোহ কিংবা লোভ তাদের না করুক বিহব্বল।
শতগুন বাড়িয়ে দাও তুমি তাঁদের মনোবল,
শত বিপদও যেন তাদের না করতে পারে দুর্বল।
আবার বিজয় দাও তুমি মুসলিম রণতরীতে,
বিশ্ব শাসিত হোক আবার ইসলামি খেলাফাতে।