হে মুসলিমরা!
আমি ক্ষতবিক্ষত সিরিয়া বলছি!
তোমাদের অনৈক্য আর অন্তর্দ্বন্দের ফলেই আজ আমি বোমা বৃষ্টিতে জলছি!


হে মানবতাবাদীরা!
আমি সিরিয়ান নিষ্পাপ শিশু বলছি!
তোমাদের নির্লজ্জ নিরবতাই কেড়ে নিচ্ছে মোর প্রাণ,
আমি অকালে ঝরে পড়ছি!


হে বিশ্ববাসীরা!
আমিও তোমাদের মতই বিশ্বের অধিবাসি,
তবুও কোন্ সে অপরাধে আজ আমার উপর এতো বর্বরতা চলছে দিবা-নিশি??


হে ক্ষমতাশালীরা!
আমার অস্তিত্ব কেন ধ্বংশ করছো?
তোমাদের কেন এত ভয় আমাকে নিয়ে? প্রতিটি মিনিটে কেন শত বোমা চুড়ছো?


হে জাতিসংঘ!
তোমার ভূমিকা আজ করছে আমায় হতাশ!
তোমার দায়িত্বহীনতার কারনেই আজ,
আমার বুকে হাজারো ক্ষতবিক্ষত লাশ.!


হে জালিমেরা!
তোমাদের জুলুমে আজ আমি নিপীড়িত হচ্ছি,
আমার স্বাধীন ভূ-খন্ডে তোমাদের আগ্রাসণে
আমি স্বাধীনতা হারাচ্ছি।


হে দাম্ভিকেরা!
তোমাদের দম্ভ প্রদর্শন করতে গিয়ে আমাকে করছো কেন ধ্বংশ?
কেন আমায় বানিয়েছ বলীর পাঁঠা?
এটা কি তোমাদের মুসলিম বিদ্বেষেরই অংশ?


হে হায়েনারা!
তোমাদের হিংস্রতায় ক্ষতবিক্ষত আমার প্রতিটি অঙ্গ!
আর কত রক্তের বিনিময়ে আমি ফিরে পাবো আমার নিরাপত্তা পূর্ণাঙ্গ?


হে রক্ত পিপাশুরা!
আমার বুকের তাজা রক্ত চুষে পিপাসা মিটাচ্ছ আজ!
জেনে রেখো; এ রক্তই একদিন অগ্নিস্ফুলিঙ্গ হয়ে পুড়বে তোমাদের বক্ষের মাঝ!


হে পশ্চিমা পিষাচেরা!
তোমরা করে চলেছো ক্ষমতার অপব্যাবহার!
জেনে রেখো; একদিন তোমরাও অসহায় হবে,
শুনে মজলুমদের প্রতি-হুংকার!


হে দুনিয়ার মানুষেরা!
তোমরা কি শোননা; সিরিয়ার বুকফাটা আর্তনাদ?
এভাবেই কি তবে; হারিয়ে যাবে মজলুমদের প্রতি তোমাদের মানবতাবাদ?