° .` • ° . °° .` • ° . °° .` • ° . °
নাম জানিয়ে সে তো
আসেনি ।
এসেছে দূরের মায়াবী
চাদুয়া ছুঁয়ে ।
মনের আড়াল ঘেঁষে ।

নাম শুনবো
সেটা হলো না ।
ভুলে ছিলাম
তার মায়ার
কাজল আঁছড়ে ।
ঢাকা চুলের আড়ালের
চোখ দু’টু খোঁজে ।
অনুরাগে , আবেগে ।

সে বুঝেছিল তবে
শুনেনি সে ভাষা ।
আমার হৃদয় কিনারে
বেধেঁ দিলো
তার ঘোর অশান্ত নেশা ।

আমি সময় গুণেছি
কাছে পেয়েছি ।
বলিনি তবু ভয়ে ।
পরাজিত যুদ্ধের
নায়ক আমি
নেই ইতিহাস ।
যুদ্ধ জয়ে ।
° .` • ° . °° .` • ° . °° .` • ° . °
রাত ৩ টা ৩৫
২২ এপ্রিল ২০১৬