আমি সেই হাসি মুখটি দেখার জন্য দূর দিগন্ত পাড়ি দিতে পারি।
সেই আগুনের শিখার ন্যায় হাসি , আমার হৃদয়ে বাজায় বিষেরও বাঁশি।
আরও যদি উপমা করি সেই হাস্যময়ীকে , সেই সুরেরও ধারা ,
গভীর নিশিতে আচমকা বিদ্যুতের ঝিলিক, আমি তো সেই হাসি তে আত্মহারা ।।।
শরতের শিউলি ফুলের আড়ালে দেখা পাই সেই হাসি,
বসন্তের কুহুতানে ভেসে আসে হাসি তার ,আর জাগায় আমার মনের পুলকিত রাশি।।
তার হাসি নয় কোনো কল্পনা
তার মৃদু হাসিতে সে হয়ে ওঠে অপূর্ণা ।।।।।।।