মুখোশ-ভীড়ে বৈরাগী মন
প্রকাশ্যে গুমনামি।
ছদ্মসুখের বদ্ধ ঘরে
একলা হয়েছি আমি।


মন বেচেছি সস্তা দরে
মুক্তো উলুবনে।
ছিঁচকাঁদুনে আদিখ্যেতা
কার কথা কে শোনে!


আজ যা কিছু দেখনদারি,
কিংবা ছদ্মবেশ,
বিকিয়ে যাওয়ার ফসল সবই
ভণ্ডামির একশেষ।


খোলস ছাড়ার সময় এলো,
শীতঘুমে মশগুল,
কোটর জুড়ে জমিয়ে রেখে
এক জীবনের ভুল।


পালিয়ে বাঁচার সহজ উপায়
মগজে কিলবিল,
তোমার ঘরে নিয়ন জ্বলুক
আমার ঘরে নীল।


**************************