চলো এবার স্বপ্নকুটির গড়ি।
ভালোবাসার খড়-মাটি-বাঁশ আনবো নাহয় আমি,
তুমি আনবে আদর-সোহাগ-দড়ি।


দূর পাহাড়ে মেঘের দেশে
সবুজ ঘেরা ছোট্ট কুটির
ঝর্না বয়ে জল আনবে স্বচ্ছতোয়া নদী।
পাহাড় কোলে মেঘের দেশে থাকতে পারি যদি।


আমার বাঁশির পাহাড়ি ধুন
তোমার গলায় সুরের মাতন
সকাল হবে সেতার-তারের ঝঙ্কারে রোজ রোজ।
দিতে পারো এমন কোনও অচিনপুরের খোঁজ?


কিংবা ধরো এই এখানেই
সব ঝঞ্ঝাট সামলে নিয়ে
ব্যস্ত শহর, একাজ-সেকাজ, হাজার ঝকমারি।
এ সবকিছুর মাঝেও তো ঘর বাঁধতে পারি।


পায়রা দুটো যেমন থাকে
চিলেকোঠায় ঘুলঘুলিতে
বকম বকম প্রেমের কাহন নরম মিঠে ভোরে।
নাহয়, বাক্সঘরে বাঁধবো বাসা ওরোম করে।


নাই বা পেলাম মেঘের ছোঁয়া
নাই বা হল ঝর্ণা-স্নান
নাই বা হল পাহাড়তলির বৃষ্টিবিলাস-রাত।
ভালোবাসার কুটির হলেই মিটবে দেখো সাধ।


অসংসারী বিবাগী মন বাঁধা পড়ুক প্রেমের জালে,
চলো এবার স্বপ্নকুটির গড়ি।
ভালোবাসার খড়-মাটি-বাঁশ আনবো নাহয় আমি,
তুমি আনবে আদর-সোহাগ-দড়ি।


*******************************