"Change is the only constant"
- Heraclitus


এই যে এখন চর্মচোখে,
নয়তো তোমার গহীন বুকে,
সাজানো এই চেনা জগৎ, সাজানো প্রেম প্রীতি।
যা আছে তা, যে নেই সেও;
নিমেষ গেলেই মিলিয়ে নিও-
পাল্টেছে সব নিয়মমাফিক, পাল্টে যাওয়াই রীতি।


তুমি বলবে, "সহজ নাকি!
সব তো আগের মতই দেখি,
এই তো সবই তেমনি আছে একলা একার ঘরে!"
ভাবছ আমি বলছি মিছে?
দেখার মত চোখ কি আছে?
অন্য ঘরে অন্য তুমি! বুঝবে কেমন করে!


তুমি ভাববে- মিথ্যে কথা!
বুকের ভেতর সেই তো ব্যথা,
সেই তো একই আবর্জনা মনের অলিগলি।
না হে বাপু; মনের কোণে-
বদলে যাওয়ার নিয়ম মেনে,
জমছে আরও আবর্জনা, ভরছে ব্যথার ঝুলি।


পড়তে পলক বদলায় ঠিক,
নাগালে হোক কিংবা অলীক,
বর্তমানের অতীত হওয়ার নিয়ম-কারখানায়।
স্থির কিছু নয়, চলছে সবই,
এক-পা দু-পা চলচ্ছবি।
ধ্রুবক শুধু পরিবর্তন, বাকি সব বদলায়।


****************************