একজোড়া তীর ওই, চশমার আড়ালে।
বুক তো পেতেই আছি, বিঁধতেই পারো!
চোখে চোখ রাখা মানা, পুড়ে যেতে পারি।
বেসামাল ইচ্ছেরা বাধা তো মানেনা।
আড়চোখে চেয়ে দেখা - অযাচিত সুখ।
অবাধ্য চুল কিছু, গালের ওপরে।
সুরে সুরে মেখে সুধা - সঞ্জীবনী।
একখানি হাসিমুখ, চাঁদপানা মায়া।
ব্যালকনি, টব, কলি, অনাবিল খুশি।
মাঘী রাত, মৌতাত - শহুরে আলোয়।
এ টেবিল ও টেবিল - অনেকটা দূর।
অসীমের ব্যবধান, ছেঁড়া পাল কাঁদে।
ওই হীরে বুকে নেব, সে কপাল কই!
অযোগ্য এই হাত, চাঁদ ছুঁতে নেই।


এই হাত অযোগ্য, চাঁদ ছুঁতে নেই।


**********************