হাত নেই তার, তুলি কামড়ে ছবি আঁকে সে।
বোবা ছেলে খেলায় ভালো, খেলছে ফুটবল।
এক পা নকল, তবুও নাচতে পারে বেশ।
অন্ধ মেয়ের গলায় মধুর সুরের হিল্লোল।


বধির ছেলে এখন জীবন-যুদ্ধজয়ী।
অটিজমের শিকার শিশু সুস্থ এখন।
শরীর বা মন অন্যরকম তবু তারা
বাঁচতে চায়, আর বাঁচতে পারে সবার মতন।


হাত বাড়াবো, আমরা যারা 'সুস্থ' আছি।
পথ দেখাবো, নইলে তারা পথ হারাবে।
উপেক্ষা নয়, ঘৃণাও নয়; ভালোবাসা।
ভালোবাসায় সব বাধা পেরিয়ে যাবে।


***************************


"সহমর্মিতার সংবেদন"