।।২৮।।
বাধ্য হয়ে মুখ লুকিয়ে চুপ থাকতে হয়,
বাধ্য হয়ে অনেক কথায় লাগাম দিতে হয়,
সত্যিটাকে আড়াল দেওয়ার মিথ্যে মেহফিলে -
বাধ্য হয়েই ছদ্মবেশে বদ সাজতে হয়।


।।২৯।।
পণ করেছি ধনুর্ভঙ্গ, মন মিলাবো না।
বুক পুড়ে যাক,মুখ ফিরিয়ে খুঁজবো বাহানা।
আঘাত যতই জোরালো হোক,সবকিছুতে রাজি।
একটা পাপের প্রায়শ্চিত্তে একটা জীবন বাজি।।


।।৩০।।
ধূলো ঝেড়ে তুলে নিই পুরোনো সে ডায়েরি,
মনে ভাবি খুঁজে পাবো জব্বর শায়েরী।
পোকা কাটা পাতা জুড়ে আঁকিবুকি এন্তার,
অকাব্য জমে জমে খেরোখাতা জেরবার।


**************************