।।৭।।
চাঁদিয়াল-ভেড়িয়াল-চাপরাশ শৈশব,
ভোঁ-কাট্টা নাকি রূপকথা আজগুবি!
কোণঠাসা এযাবৎ, সুতো কেটে গোঁত্তা,
স্মৃতিপটে আঁকিবুঁকি আপাতত মুলতুবি।


।।৮।।
স্বৈরাচারী স্বপ্নগুলো বাড়িয়ে চলে অস্থিরতা,
মগজ ঘিলু চিন্তায় ছারখার।
কবিতার আঁতুড়ঘরে বাজবে কি শাঁখ নিশুত রাতে,
জন্ম নেবে কাব্যসম্ভার?


।।৯।।
চিন্তারা ছিল চুপটি করে,
দিনের আলোয় ঘাপটি মেরে,
উস্কে দেওয়ার মন্ত্র জানে
নিঝুম নিশুত রাত।
ডায়েরিবন্দী অগোছালো কথা,
পরিযায়ী প্রেম, বাসি শোকগাথা,
ভোঁতা কলমের গোঁত্তা খেয়ে
কবিতারা কুপোকাত।


********************************
রচনাকাল: ২১ সেপ্টেম্বর, ২০১৯