যেদিন তোমাকে আবিষ্কার করলাম সেই নির্জন দ্বীপে,
সেদিন যেন তৈরিই ছিলে।
রাত-কামনার নিশিগন্ধাও ফুটেছিল সেদিন।
ঠোঁটে ঠোঁটে কেটে গেছে অস্থির মুহূর্তগুলো।
শরীরী খেলার শেষ চুমু কপালে এঁকে
বলতে গেলাম- ভালোবাসি।
বলা হলনা...
চোখে তোমার নিস্পৃহ চাউনি।
বারণ করলে বোধহয়, বারণ না করেই।
মণি-নীলে কোনও পরিবর্তন হয়নি।
কি ছিল ওই চাউনিতে?
নিষেধ? নাকি অভিনয়! নাকি লুকোচুরি?
নাকি পরশ পাথরে পরখ!
জানিনা।
বড্ড জটিল এই প্রেম।
যদি চাওইনা তবে কেন এই হাতছানি,
নিঃশব্দে!
হঠাৎ এসে হঠাৎ উধাও হওয়া তোমাকে মানায়না।
নাকি মানায়?
ফিরে এসো বারবার, লক্ষ্মীটি...


******************************