পক্ষপাতী রাত -
সব রকমের অন্ধকার বুকে টেনে নেয়।
পক্ষপাতী রাত -
বর্ণান্ধ করেছে আমাকে।
এখন আমি শুধুমাত্র কালো চিনি;
রংভূক নিকষ কালো অন্ধকার।
ভোরের আলো ফুটলেই রং মেখে সং সাজা হয়না আর।
গোধূলির রঙে স্নান করা অতীত এখন।
কতদিন, কতযুগ এভাবেই কেটে গেল।
ডুবে গেল রঙের ব্যাপারী চিরকুমার সূর্য।
সূর্য সব পারত।
এখনও পারে কি?


*********************************