হাসতে  দাও ওকে,
লক্ষ লক্ষ অকর্মণ্য  হীরে লজ্জায় মুখ লুকাক।


অবাধ্য চূর্ণচুল জেদি হাওয়ায় উড়তে থাকুক,
ছুঁয়ে যাক ওর গালে কপালে চোখের পাতায়।


বিকেল-রোদ  জানলা গলে ওর চুলে পিছলে যাক,
অন্ধ করুক আমাকে।


রাঙা তুলির ছোঁওয়া-লাগা লাজুক গাল..
গোলাপকলি-ঠোঁট...
মধুবন্তী-চাউনি...
হাতছানি দিয়ে ডাকুক।
হাজার প্রেমিক মুখ থুবড়ে মরুক ওর পায়ের তলায়।