হাওয়ায় বুঝি চুল এলোমেলো?
হাওয়ার মুখে ফুল চন্দন পড়ুক!


আঁচলটাও যে সামলানো দায়! বাগ মানেনা।
হাওয়া রে তুই সগ্গে যাবি, দেখে নিস।


তুমি বলছ- "ধ্যাত্তেরিকি! শাড়ি পরলেই যত জ্বালা..."


লক্ষ্মীটি,
ওরোম অলক্ষুণে কথা মুখে আনতে নেই।
এই যে পাঁড় নাস্তিক আমি -
নির্দ্বিধায় সাতসকালে তোমার সাথে অঞ্জলি দিতে যাচ্ছি,
সেটা কি সম্ভব হত -
এই হাওয়া, চুল আর শাড়ির খুনসুটি না হলে?


********************************
প্রসঙ্গ : দুর্গাষ্টমী