ভোর পেরিয়ে এই যে এখন জাগছে আলো,
আধোঘুমে দেখছি তোমার ঘুমিয়ে থাকা।
এলোখোঁপা ছড়িয়ে আছে গলায় বুকে,
পাশ ফেরানো, হাত দুখানা গালের নীচে।


রং তুলিতে এমন ছবি যায় কি আঁকা!
কিংবা ধরো বর্ণনাময় কবিতা এক?
এসব শুধু অনুভবেই অনুভূতি,
সাধ্য কোথায় মানানসই ব্যাখ্যা কিছু।


সকাল-রোদ জানলা গলে চোখে মুখে।
ঘুম ভেঙেছে, চোখ খুলে সেই মিষ্টি হাসি।
পায়রা দুটো বকম বকম ব্যালকনিতে,
কপালে নয় এঁকেই দিলাম আলতো চুমু।


চিবুক ছুঁয়ে আবেগমাখা সোহাগী সুখ,
মন জুড়ে কি ধীর পায়ে ওই হিন্দোল তান?
থাক তাহলে, লাভ কি এখন জেগে উঠে!
কিশোর-সকাল ভরা থাকুক আধো ঘুমে।


ভীষণ সুখের ভালোলাগার আলিঙ্গনে,
আবার নাহয় ঘুমের দেশে করব সফর।
বকম বকম পায়রাদুটো মাতুক প্রেমে,
সকাল হওয়ার অনেক পরে সকাল হবে।


******************************