থেমে গেছে অফিসফেরত দুটো ক্লান্ত শরীরের সিম্ফনি।
এই কনসার্টে মোৎজার্ট আমি,
আর তুমি - মার্থা।
আদরের তাজা স্মৃতি ঘাড়ে, বুকে, ঠোঁটে, মনে,
শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে।
তোমার নিঃশ্বাস ছুঁয়ে বাড়ছে আমার বুকের আয়ু।
তন্দ্রা ঘনিয়ে এসেছে তোমার চোখে।
কিন্তু আমাকে জেগে থাকতে হবে।
খুব ইচ্ছে করছে তোমার জেগে ওঠা দেখব।


যেটুকু সূর্য বাকি ছিল,
চাঁদ ডুবতেই সেটুকুও শেষ।
তারপর নিশ্ছিদ্র অন্ধকার।
তারপর?
অপেক্ষা...


ভোর হবে।
আলো এসে চুমু দেবে তোমার কপালে।
তুমি চোখ খুলে দেখবে,
আমি জেগে আছি
তোমার জেগে ওঠা দেখব বলে।


***************************