কেউ তোমাকে বনতুলসী জেনেছে,
কারো চোখে তুমি বনলতা,
সবুজে সবুজ কখনও বা তুমি
ভানুমতী হয়ে কও কথা।


তুমি সুন্দর ফুলে ও ফসলে,
তুমি সুন্দর মনে,
সোনাঝুরি রোদ হলুদ ছড়ায়
তোমাকে পেয়েছে জেনে।


বেহুলার মুখে তোমারই ছবি
গাঙুড়ের জলে ভাসে,
তোমাকে পেয়েই শিল্পীর তুলি
মোনালিসা হয়ে হাসে।


একদিন তুমি হেলেন হয়েছ,
একদিন তুমি সীতা,
একদিন তুমি তপোবন হলে-
শকুন্তলার মিতা।


পাহাড়িয়া পথে তোমারই পরশ
লুসি হয়ে দেখি ফেরে,
তোমার জন্য রাত ভোর হয়
কুহেলিকা যায় হেরে।


তুমি আছো বলে ভালোবাসবার
আজো আছে প্রয়োজন,
তুমি আছো বলে মরণের মাঝে
জীবনের আয়োজন।
**********