বাংলা ভালবাসি, দেখিনি তার রূপ,
ওই চিন্তায় মগ্ন থাকি মনে বড় দুখ।
কাঁখে কলসি লয়ে বধু জলকে যায়,
সামনে গভী্র নদী বাঁশবন পড়ে বাঁয়।
ডাইনে কচি ধানের ক্ষেত, নাচে বাতাসের তালে
সহসা চাঁদের আলো ঝলে দিঘির কালো জলে।
দেখে যেন মনে হয় এই তো পরম সুখ—
পাখা মেলে উড়ে যায় মনের গভীর দুখ।