এই ঘোর লাগা শহর
ধুলোয় ধূসর,
ধোঁয়াটে চাঁদ, জেগে থাকে রাত
নিয়ন আলো, আরো ঢালো
কফির কাপে দুই পেয়ালা আগুন
এসেছে ফাগুন ঝড়া পাতার ডানায়
চেয়ে আছি কোন সুখের আশায়
ধুলো ঢাকা একা বারান্দায়।।


অজানা গাড়ি ছুটছে বাড়ি,
ঠিকানা কোথায় জানে কি পথিক?
ঠিক না বেঠিক? তর্ক চলে-
গলছে বরফ মদের জলে
জমেনা নেশা, বৃথা কলম পেষা
কাগজ বোঝাই সব মিথ্যে বেজায়
তবু চেয়ে থাকা কোন সুখের আশায়
ধুলো ঢাকা একা বারান্দায়।।


রঙিন আলো ওই লেগেছে ভালো
আলোর কাছেই আঁধার কালো
কালো আকাশ, উড়ছে ফানুষ
পুড়ছে মানুষ, তবু জ্বলছে বাতি
আধার রাতি, উঠছে চাঁদ
রুপালী ফাঁদ, ধরছে পড়া
শেষে বালির  চরা,
আটকে গেছি ওই বালির চরায়
তবু কেনরে মন চেয়ে থাকে কিসের আশায়
ধুলো ঢাকা একা বারান্দায়।।