হাতের মুঠোয় চিরকুট গুঁজে দিয়ে
বলেছিলে তুমি আসবেই আসবে !!
তাই নিশ্চুপ বসে আছি হাসনাহেনার অদ্ভুত
বন্য সুবাস ঘেরা এ মায়াবী নীরব রাতে
শ্বশানের শান বাধানো নদীর ঘাটে
বলেছিলে তুমি আসবেই আসবে !!


মাঝ শরতের নির্মেঘ আকাশে নেই চাঁদ
আছে  শুধু মিটিমিটি জ্বলে চলা তারারা
চারিদিকটা ছাইচাপা মৃত আত্মাদের আহাজারি
আর অদ্ভুত চিতকার আর্তনাদে পরিপুর্ন-
তবুও যেন একটূও ভয় পাই না আমি
লোমকুপেরাও একটুও দাঁড়ায় না
শুধু তোমার আসার অপেক্ষাতেই যে আছি আমি!!
তোমাকে পাবার এক অপার মোহে
আর কত কাল আমি শ্মশানঘাটে কাটাব বল
আর কতবার জন্মে মরতে হবে বল-
বলেছিলে কেন আসবেই আসবে?