সেই কখন এসেছে রাঙ্গা প্রভাত
ধরাধামের বিস্তীর্ণ অন্ধকারকে আস্তাকুড়ে ছুড়ে ফেলে-
সমস্ত নীল নীল চাপা কষ্টগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে-
সেই কখন এসেছে রাঙ্গা প্রভাত !
এখনো ডানা মেললে না নীল পদ্ম ?
এখনো তাকালে না চোখ মেলে?


পুবাল হাওয়ায় মৃদু দোলে পদ্মবিলের জল
সে জলে পদ্ম পাতারা আনন্দে নাচে ।
উজানের মাঝি পাল তুলে ভাটিয়ালী সুরে
চারিপাশ মাতিয়ে তোলে ।
তবু তুমি ফুটলে না নীল পদ্ম
এখনো তাকালে না চোখ মেলে?
কিসের এত কষ্ট তোমার,কেনই বা এত অভিমান?
তোমাকে দেখার অপেক্ষায় -
যাযাবরের মত কাটিয়ে দিব সহস্র জনম
এ গহীন জলে খালে বিলে ।
কতদিন ফুটবে না নীল পদ্ম?