অনেক যুগান্ত পর একাকী দেরাজখানি খুলে
যখন মুহূর্তকাল বাক্যহারা হয়ে পড়ে চাবি,
আপাত নিস্পৃহতায় অতীতের আবরণ তুলে
আগামী খুঁজবে সেই অবসরে যা অবশ্যম্ভাবী।


অতীত ! তোমার গর্ভে নিরন্তর লীন হয় আয়ু,
বিগতযৌবন হয় অনতিসামান্য সম্ভাবনা।
তোমার আধারে গড়া মুহূর্তের অস্থিমজ্জাস্নায়ু
তোমাকে উৎস ধরে ভবিষ্যৎগামী দিন গোনা।


অতীত উদার। তার অনন্তে ঠাঁই পাবে সবই
ভেসে যাক যা কিছুই অপলক সময়ের স্রোতে।
অলক্ষ্যে আঁচড় কেটে, এঁকে নিমেষের জলছবি
উড়ে যাবে বারবার বুক বেঁধে আগামী আলোতে।


ইতিহাস সুপ্ত। অবিরত বেড়ে যাবে তার দেনা।
অনাগতকাল তার দাবী রাখে। অতীত রাখেনা।