আমি কোন পণ্ডিত নই
তাই তোমাদের সভা পণ্ড করতে আসিনি।


এসেছি শিশুদের দলে,
মিশে গেছি প্রায় -
এই ব্রহ্মাণ্ডের রন্ধ্রে রন্ধ্রে
পাপ যত, পঙ্কিলতা, আবর্জনা আর,
আশু তার স্খালন দরকার...


পণ্ডিতের কাজ সে তো নয়,
অকারণ যুক্তিজালে নিজের গণ্ডি বাঁধে সে
                               একই পাকদণ্ডিরেখায়।


আশা বা দুরাশা, যাই বলো,
প্রচণ্ড প্রশ্নের তোড়ে যাবতীয় ক্লেদ
একদণ্ডে ভাসিয়ে নিয়ে যেতে পারে,
তমোনাশ, এক ও একত্র পৃথিবীর শিশুরাই।