নীরবে নীরবে একা একা
বলে যাই কত কত কথা
কেউ জানে না বোঝে না কভু
বুকের ভিতর কত ব্যথা।


একা একা কথা বলা আর
ব্যথা লুকানোর চেষ্টা করা
সব ব্যর্থ হয় নিমিষেই
সহসা কষ্টেরা দেয় ধরা।


সময় পালিয়ে যেতে থাকে
কষ্টগুলো জমা রেখে কাছে
আমিও তাড়াতে পারি না যে
বুকে ঠাঁই দেই আলগোছে।


কষ্ট কান্না সঙ্গী করে আমি
একা একা কথা বলে রোজ
পার করে দেই অসময়
কেউ জানে না রাখে না খোঁজ।
১৮.১২.২০০৯