ধানের শীষে সমীরণের দোলা
লাগে ভালো।মন আত্নভোলা
নীরব কাঁদন হৃদয় বেদন
ভুলাতে।প্রকৃতির এই আয়োজন।


দূর গগনে বিহঙ্গের ওড়াওড়ি
দেখে মন উদাসীন।নয় বাড়াবাড়ি
উড়ে চলে পঙ্খী মন জুড়াতে
নীলিমার নীলে হৃদয় হারাতে।


নদীর বুকে ঢেউয়ের মাঝে মগ্নতা
খুঁজে ফেরে হৃদয়ের গভীরতা
কূলহারা এই অ-কূলের জীবন
ভুলে যেতে চায় হৃদয় বেদন।


বয়ে চলা এই নিঠুর নীরব কাল
নিরিবিলি ভালো-মন্দ হালচাল
অচেনায় অদেখায় টানছে জীবন
কিছু তার বুঝি বাকিটুকু রক্তক্ষরণ।
মে-আগস্ট,২০১২