দম থাকতে মানুষ
উড়ায় রঙের ফানুস
কতো দেমাগ কতো অহংকার
ভেঙ্গে চূড়ে সব হবে চূড়মার।


সময় আসবে যখন
অবুঝ মানুষ বুঝবে তখন
এই ছলচাতুরি এই বিজয়
মূলতঃ কোনো প্রাপ্তি নয়।


দুনিয়ার রঙের বাজারে
মানুষ রঙিন খেলনা রে
সময় খেলছে কতো খেলা
মানুষ বুঝলো না ছলাকলা।


রঙের পুতুল রঙিন মানুষ
ওরে ভাই হইও না বেহুস
সময় থাকতে সচেতন হও
পথের পাথেয় জোগাড় করে লও।


তোমার দম থাকতে রঙের খেলা
করবে আর কতো সারাবেলা
ছল-চাতুরি ঠাট্টা তামাশা ভুলে
জীবনকে নাও সহীহ রাস্তার কূলে।