জীবন প‌থে কতটা সবুর
পরাজ‌য়ে পরাজ‌য়ে ক্লান্ত হৃদয়
শত মানু‌ষের মিলন মেলায়
শুধু সম‌ঝোতা ক‌রে চল‌তে হয়।


অবাক তা‌কি‌য়ে থাকা সুদূরপা‌নে
জীবন চ‌লে অ‌চিন স্বপ্নবু‌নে
স্বপ্নপূরন যে হয় না শুধু আনা‌গোনা
জলধারা বয় আ‌ঁখি‌কো‌নে ক্ষ‌ণে ক্ষ‌ণে।


‌নিরব সময় শুধু ব‌য়ে যায়
‌চে‌য়ে দে‌খি হতাশাময় ভ‌বিষ্যত
জীবন নিশ্চুপ শুধুই আঁধারা
আশাহীন আলোহীন সম্মুখ রথ।


স্বপ্ন বু‌নে বু‌নে সম‌য়ের প্র‌য়োজ‌নে
যা‌চ্ছি বেগার খে‌টে রোজ রোজ
ক‌ষ্টের পৃষ্টা উল্টা‌লে জা‌নি না কি
ছুট‌ছি তবু কেউ রা‌খে না খোঁজ।