হতে যদি পারতাম ঈমানদার
ঘুচে যেত দুঃখ আমার
এই দুনিয়ার মায়া জালে পরে
হলাম আমি গুনাহ্গার।


চোখেতে অশ্রু নাই মোর
বুকেতে ব্যাথার পাহাড়
কাঁদি আমি কাঁদি অবিরত
বুকে বয় বিষাদের পারাবার।


নিজেকে ধুঁয়ে মুছে সাফ করি রোজ
খুঁজি পথ শুদ্ধ হবার
তবু পায়ে পায়ে ভুলের পথে
হেঁটে চলি অজান্তে ফের আবার।


আমি পাপী,ভীষণ গুনাহ্গার
খুঁজে ফিরি পথ শুদ্ধ তওবার
চাই পানাহ্ দরবারে আল্লাহ্ র
হতে চাই খাঁটি ঈমানদার।
২২.০৭.২০১৬