এখনো তোমার কথাই ভাবি
ভেবে ভেবে স্বপ্ন আঁকি
তুমি পর হলে দূরে হারালে তবু
আপন ভেবে তোমাকে বুকে রাখি।


এই ভালোবাসা ফুরাবার নয়
হোক না সহস্র বার পরাজয়
ভালোবাসার গভীরতা স্বপ্ন দেখায়
জানো কি বঁধুয়া ডাকি তোমায়।


আমার ভুবনে তোমার বসবাস
গড়েছ চিরদিনের তরে আবাস
তোমাকে তাড়ানো যায় না কিছুতে
হৃদয় মাঝে করে শুধু হাসফাস।


ভালোবাসা খাঁটি হলেই  বুঝি
অনুভবে অনুভবে হৃদয় দ্বারে
থেকে থেকে বঁধুয়া বাশি বাজায়
মরলাম শেষে ভালোবেসে তোমারে।
২০১২