বাড়িয়ে বন্ধুত্বের হাত
থাকলে বসে চুপ করে
হবে কি প্রভাত।


নিকষ আঁধারে হারাবে সবকিছু
সবুজ রঙের মন
ছুটবে বেদনার পিছু পিছু।


এই আসা-যাওয়ার খেলাঘরে
ভেঙ্গে পরে কত কিছু
তবু কেন বন্ধন বারে বারে।


বন্ধু,সুদূরের ঐ আলো
পাওয়া যায় কি আপন করে
বেমালুম গড়মিল মন্দ-ভালো।


তবু হবে বন্ধুত্বের খেলা
সবুজ মনের লেনদেন
চলবেই চলবে সারাবেলা।
২৯.০৮.২০১০