চোখ মেলে তাকাই যখন
দেখি চারিদিকে সবুজের আবরণ
অজান্তেই ভরে ওঠে এ মন
হৃদয় পুলকিত হয় জাগে শিহরণ।


সবুজের টানে ভাবনাহীন এ মনে
চায় শুধু পতঙ্গের ডানা এনে
উড়ে যাই ঐ দূর গগনে
যেথা স্বপ্ন দেখব শুধু আপনমনে।


বাংলার প্রকৃতির এই আহবানে
সবুজের মায়াময় মিলনে
এ মধুর প্রকৃতি দেখে দু নয়নে
শুধু সুখ ছোঁয়া লাগে হৃদয় কোণে।


বাংলার মায়াময় সবুজ স্থান
গড়েছে হৃদয়ের সাথে সেতুবন্ধন
সহসা ভাবি জীবন কেন হয়না এমন
নিঃস্বার্থ নির্মল প্রকৃতির মতন।


২৫.০১.২০০১