ম‌নের জানালা খু‌লে
উ‌ড়ে চলা যায় দূ‌রে সুদূ‌রে
মন ভে‌সে চ‌লে তেপান্তর
জানা অজানা শত বন্দ‌রে।


ম‌নের জানালা র‌য়ে‌ছে খোলা
দ‌খিন হাওয়ার পরশ মে‌খে
‌সে তো উ‌ড়ে চল‌বেই  অজানায়
সুখ পাওয়ার সম্ভাবনা দে‌খে।


ম‌নের জানালায় রোজ রোজ
যে  মৃদুমন্দ দোলা লা‌গে
তা‌কে এড়া‌তে পা‌রে কি মন
মন ভাবনায় রজনী জা‌গে।


ম‌নের খেলা ম‌নের দে‌শে
উ‌ড়ে চলা অ‌চেনায় ভে‌সে ভে‌সে
মন ভা‌সে কান্না সু‌খে
ম‌নের জানালায় অবুঝ মন হা‌সে।