জীব‌নের পথ চল‌ছে আঁকাবাঁকা
                         প‌রিকল্পনাহীন
অ‌তিব মুস‌কিল সম্মুখ অ‌ভিযাত্রা
বাস্তবতায় স্ব‌প্নেরা আশাহীন।


এখা‌নে এই  ধরনীর প‌রে
ছুট‌ছে সবাই বিজয়ী হ‌তে
নীরব দৌঁড় দি‌কে দি‌কে
‌কেউ জা‌নেনা কত স্বপ্ন কার বু‌কে‌তে।


দুয়ার খু‌লে হৃদয় দুয়ার
তবু স্বপ্ন বোনার খেয়া‌লি খেলা
যারা কর‌ছে সারা‌বেলা
‌কেউ বো‌ঝেনা তা‌দের জ্বালা।


যুগ যুগ ধ‌রে তবুও অবনী প‌রে
চল‌ছে স্ব‌প্নের চাষবাস
অব‌হেলায় অথবা অবজ্ঞায়
হ‌য়ে‌ছে সৃ‌ষ্টি ই‌তিহাস।


আ‌মিও নীর‌বে সম্মুখ তা‌কি‌য়ে
অ‌গোছা‌লো কল্পনায় স্বপ্নময়
বু‌নে চ‌লে‌ছি আশা জাগা‌নিয়া ই‌তিহাস
হয়‌তো ঠাঁই হ‌বে নয়‌তো হারা‌বে আবর্জনায়।