জোড়াতালি দিয়ে টিকে আছি আমি
যেদিকে তাকাই হয়ে যায় মরুভূমি
ভাগ্যের পরিহাসে নিশ্চুপ মন
সারাক্ষণ নীরবে করে রোদন।


সুদূরে তাকাই স্বপ্ন বোনার ছলে
ভেঙ্গে যায় স্বপ্ন পুড়ি পলে পলে
স্বপ্নপূরণে কৌশল কিম্বা জোড়াজুড়ি
সবই ব্যর্থ সবই শুধু বাড়াবাড়ি।


টিকে থাকা দায়ভার পরাজয়ে
ভাঙ্গা গড়া খেলা থামে না যে
জীবন জুড়ে হতাশার ছড়াছড়ি
ক্লান্ত মন আর বুঝি নাহি পারি।


ভোরের আলো হাতছানি দিয়ে আবার
ডেকে আনে জীবন যুদ্ধের পারাবার
টিকে থাকার প্রত্যয়ে ফের জোড়াতালি
বন্ধি জীবনে সাজাই ঘর গৃহস্থালী।
আগস্ট,২০১২