পিতা-মাতা সন্তানের তরে
কত কষ্ট করে রোজ
বড় হয়ে কেন যাও ভুলে
নিয়ে দেখ তার খোঁজ।


কভু খেয়ে কভু না খেয়ে জননী
দিয়েছেন আহার তোমায়
তুমি মাতাকে অভুক্ত রেখে
কিভাবে খাও হায় হায়।


করেছেন মাতা সবকিছু
পরিস্কার রেখেছেন তোমায়
রজনীতে না ঘুমিয়ে মাতা
ঘুম পারিয়েছেন তোমায়।


করেছেন পিতা রোজগার
দিয়েছেন সতত আশ্রয়
সেই পিতার ঠিকানা আজি
বৃদ্ধাশ্রম কেন হয় ?


ওগো সন্তানগন ,পিতা-মাতাকে
করো সন্মান,করো না অবহেলা
যা দিবে তা ই পাবে তুমি
ভুল করলে ,তোমারও জুটবে অবহেলা।