একই ধারায় জীবন ধারণ
শুধুই বিষাদ জীবন-মরণ
যোজন যোজন দূরে রয় সুখ
মনের ভেতর অবিরত দুখ।


কিসের আশায় ছুটছে জীবন
দিবস-রজনী নিঠুর দহন
পরিহাসে হাসে এই মহাকাল
শত চেষ্টায় ও ব্যর্থ ফলাফল।


তবু নিরাশায় জীবনের বাঁকে
সুখে-দুখে কত আশা জমে থাকে
পাড়ি দেয়া ভার এই পারাবার
তবু চেষ্টা চলে এ জীবনভর।


পাল্টে দেয়া দায় এই অসময়
চেষ্টা করে জোটে শুধু পরাজয়
বিষাদে বিষাদে জীবন ধারণ
থেকে থেকে হয় হৃদয় ক্ষরণ।


১৫.১২.২০০৯