শত শত মানু‌ষের মি‌ছি‌ল। তবু সবাই একা
‌দেখ মোর কান্না একা।‌তেমন তোমারও যে
অনুভূ‌তির পরশ তাও ভিন্ন রকম।খুব কা‌ছের
যা‌কে খুব ভা‌লোবাস সেও কখ‌নো একাকী।
‌ঠিক তোমার ম‌তো।আপন ভুব‌নে স‌ঙ্গোপ‌নে
খুঁ‌জে দেখ‌‌লেই হয়‌তো আ‌বিস্কার কর‌বে গো
তুমি একা আ‌মি একা।শত শত মু‌খের ভী‌ড়ে
অ‌নি‌শ্চি‌তে ধাবমান তোমার আমার নিঠুর
একাকী জীবন।হ্যাঁ,‌বির‌হের একাকী জীবন।


ধ‌রো তু‌মি সু‌খি কিম্বা আ‌মি সু‌খি তবু কেউ
দুখী এ ভব সংসা‌রে। কারো একা‌কিত্ব রোজ
কুঁ‌ড়ে কুঁ‌ড়ে তা‌কে কাঁদায়।শুধু সু‌খের অ‌ভিনয়
ধরনী পর।‌কেউ রা‌খেনা কা‌রো বু‌কের কান্নার
গভীরতার খোঁজ।শুধু অ‌চেনায় ছু‌টে চলা রোজ
আপনায় আপ‌নি লু‌কি‌য়ে বাস্তবতার দৌঁড়।
এইত একাকী সংগ্রাম তোমার আমার সবার
একাকী জীবন।একাকী বিরহ ভাবনার ক্ষণ।


শত শত মানু‌ষের এই  জনসমু‌দ্রে,কোলাহ‌লে
সবাই একা।আপনার ভুব‌নে আপন স্বপ্ন বু‌নে
‌রোজ রোজ একরাশ বিরহ বুক প‌কে‌টে ভ‌রে
ঘ‌রে ফে‌রে কত কত জন।তু‌মি আ‌মি সবাই ঠিক
ঐ এক ই রকম।তবু এই একাকী জীব‌নে র বাঁ‌কে
সুখ খুঁ‌জে চ‌লি আ‌মি আমরা সঙ্গী আপনজন।
এইত এভা‌বেই চলাচল।কখ‌নো একা‌কি‌ত্বে ক‌রি
স্মৃ‌তি রোমন্থন অথবা কি‌ঞ্চিত সুখ‌বোধ আ‌সে
‌নিরালায় তোমার আমার।এভা‌বেই জীবন স্রো‌তে
ভাস‌ছে তোমার আমার রহ‌স্যের একাকী জীবন।